Courses

Courses

Courses

সর্ব প্রথম ১৯২৫ ইং দক্ষিণ আফ্রিকার ওলামায়ে কেরামগণ সেখানের পরিস্থিতিকে সামনে রেখে মুসলিম স্কুলগামী শিক্ষার্থীদের জন্য একটি মাকতাব সিলেবাস তৈরী করেন। তাদের মাকতাব শিক্ষার সফলতা সম্পর্কে আমাদের ওলামায়ে কেরাম অবগত। তারই ধারাবাহিকতায় বড়দের পরামর্শক্রমে ভারতের মুম্বাই শহরে জনাব হাজী রফিক সাহেবের উদ্যোগে ২০০৩ ইং আফ্রিকার সিলেবাসসহ আরো অন্যান্য সিলেবাস সামনে রেখে ‘দীনিয়াত মুনাজ্জাম মাকতাব’ নামে একটি আদর্শ মাকতাব সিলেবাস প্রনয়ণ করা হয়। যার ভিত্তি ৪টি বিষয়ের উপর রাখা হয়। ১) আদর্শ সিলেবাস। ২) আদর্শ পাঠদান পদ্ধতি। ৩) আদর্শ নিতিমালা। ৪) আদর্শ পরিদর্শণ ব্যবস্থা। এ ৪টি বিষয়কে সামনে রেখে মুম্বাই থেকে ‘দীনিয়াত মুনাজ্জাম মাকতাবের’ কার্যক্রম ভারতবর্ষসহ পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। শুধু ইন্ডিয়াতেই দীনিয়াত সিলেবাসের মাধ্যমে প্রায় ৩০ লক্ষ স্কুলগ্রামী ছাত্র-ছাত্রী কুরআন শিক্ষার পাশা-পাশি মৌলিক দীন শিক্ষা অর্জন করতে সক্ষম হচ্ছে। বাংলাদেশেও সেই ‘মাকতাব’ শিক্ষা কার্যত্রম-কে বাস্তবায়নের লক্ষে ২০১১ থেকে সুষ্ঠ ও সুন্দরভাবে ‘দীনিয়াত মুনাজ্জাম মাকতাব’ পরিচালিত হয়ে আসছে। যার মাধ্যমে হাজারো স্কুলগামী ছাত্র-ছাত্রী ও জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষগণ দীনের মৌলিক জ্ঞান অর্জন করতে সক্ষম হচ্ছে। বাংলাদেশে মাকতাব শিক্ষাকে প্রচার-প্রসার করার লক্ষে ২০১৬ ইং মার্চে দীনিয়াত এর উদ্যোগে দক্ষিণ আফ্রিকার জমিয়তে উলামা শিক্ষা বোর্ড-এর প্রধান মাওলানা ইউনুস সাহেব আগমন করেন। এবং বাংলাদেশে ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র হাটহাজারী মাদ্রাসাসহ দেশে প্রায় কেন্দ্রিয় পর্যায়ের ২২টি বড় প্রতিষ্ঠান সফর করেন। এর মাধ্যমে পুরো দেশে ‘দীনিয়াত মুনাজ্জাম মাকতাবের’ শিক্ষা কার্যক্রম ও প্রয়োজনীয়তা উলামাদের দৃষ্টিতে আসে।

তার-ই সফলতা দেখার উদ্দেশ্যে ২০১৭ মার্চ মাসে বাংলাদেশের শীর্ষ উলামাদের একটি দল মুম্বাই সফর করেন। যা দেখে আসার পর উনারা অত্যন্ত আনন্দ এবং সন্তষ্ট প্রকাশ করেন। এবং অন্যদেরকে ‘দীনিয়াত মুনাজ্জাম মাকতাব’ প্রতিষ্ঠা করার প্রতি উৎসাহিত করেন। তাই আসুন! আমরা ‘দীনিয়াত মুনাজ্জাম মাকতাবের’ শিক্ষাকে সমাজের সর্বস্তরে পৌঁছে দেয়ার চেষ্টা করি।